‘শিশুবক্তা’ রফিকুলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে

র্যাবের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। বুধবার ( ৭ এপ্রিল) সন্ধ্যায় ইত্তেফাক অনলাইনকে র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এরআগে, বুধবার মধ্যরাতে রফিকুল ইসলামকে নেত্রকোনার পূর্বধলার তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক ইমরান খান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাওলানা রফিকুল ইসলামের সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘আমাকে গুম করার চেষ্টা চলছে’।
রফিকুল মাদানী গাছা থানাতে তার সবশেষ ওয়াজে উস্কানিমূলক বক্তব্য দেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেলো ২৫ মার্চও রাজধানীর শাপলা চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভ মিছিল থেকে এই ‘শিশুবক্তা’ কে আটক করেছিল মতিঝিল থানা পুলিশ। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেয়া হয়।
ইত্তেফাক/এসআই