দুই দিন পর উবারের গাড়ি ফের রাস্তায়

লকডাউনে দুই দিন বন্ধ থাকার পর বুধবার (৭ এপ্রিল) থেকে রাইড শেয়ারিং অ্যাপ ‘উবার’ তাদের সেবা চালু করেছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই খবর জানানো হয়েছে।
বিবৃতিতে উবার বলছে, সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী উবারের সেবা চালু করা হয়েছে। তবে বিবৃতিতে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এর আগে গতকাল বুধবার থেকে পরবর্তী সময় নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সিটি করপোরেশনের এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। সরকারের এই বিজ্ঞপ্তির আলোকেই উবার তাদের সেবা চালু করেছে। সে হিসেবে কেবল সিটি করপোরেশন এলাকায়ই উবারের সেবা নেওয়া যাবে। যদিও উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ইত্তেফাক/এমএএম