শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৭:০৪

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে দেশব্যাপী বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে আজ ‍বৃহস্পতিবার (১৫ এপ্রিল)। রাজধানী ঘুরে কোথাও যানজট আবার কোথাও একদমই ফাঁকা রাস্তা দেখা গেছে।

গণপরিবহন বন্ধ থাকলেও রাস্তায় রিকশা চলাচল বেড়েছে। কিছু সিএনজিচালিত অটোরিকশাও চলতে দেখা গেছে; বেড়েছে ব্যক্তিগত গাড়িও।

রাজধানীজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই গুণতে হচ্ছে জরিমানা। এদিকে রাজধানীবাসীর জরুরি প্রয়োজনে পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ‘মুভমেন্ট পাস’। যারা পাস দেখাতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে জরিমানা করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

গত ১৪ এপ্রিল সকাল ৬ টা থেকে আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত নতুন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে এই প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তবে এই সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।

ছবিগুলো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক তানভীর আহমেদ ও আব্দুল গনি।

যাত্রবাড়ী ফ্লাইওভারের চিত্র। ছবি: আব্দুল গনি

রায়ের বাগ এলাকায় ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। ছবি: তানভীর আহম্মেদ

শনির আখড়া বাসস্ট্যন্ডে রিকশাসহ ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি চলতে দেখা যায়। ছবি: তানভীর আহম্মেদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া বাসস্ট্যন্ড এলাকায় জরুরি কাজে নিয়োজিত বাসে উঠছেন যাত্রীরা। ছবি: তানভীর আহম্মেদ

সায়েদাবাদ এলাকায় ভ্যানে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছেন । ছবি: তানভীর আহম্মেদ

রায়েরবাগ বাসস্ট্যন্ড এলাকায় হুইল চেয়ারে রাস্তা পার হচ্ছেন এক ব্যক্তি। ছবি: তানভীর আহম্মেদ

যাত্রবাড়ী মোড়ে যাত্রীদের জন্য অপেক্ষারত রিকশা। ছবি: তানভীর আহম্মেদ

মতিঝিলের সোনালী ব্যাংক শাখায় দুপুর ১২ টার দিকে ব্যস্ত এক ব্যাংক কর্মকর্তা। ছবি: আব্দুল গনি

মতিঝিলের সোনালী ব্যাংক শাখায় দুপুর ১২ টার চিত্র। ছবি: আব্দুল গনি

নয়াবাজার কাঁচা বাজারে ক্রেতারা। ছবি: মঈন উদ্দীন আরিফ

ইত্তেফাক/এএএম