বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৮:৫৬

করোনা ভাইরাস মহামারির উর্ধ্বগতির কারণে দেশব্যাপী চলছে লকডাউন। আজ লকডাউনের দ্বিতীয় দিন। এদিকে গতকাল শুরু হয়েছে মাহে রমজান। এরমধ্যে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কাঁচা সবজির। 

দুইদিনের ব্যবধানে বেগুন, টমেটো, লেবু ও শসাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এদিকে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

ছবি: ইত্তেফাক

বৃহস্পতিবার রাজধানীর নয়াবাজার ও শ্যামবাজারে ঘুরে দেখা যায়, শসা প্রতি কেজি ৮০-৯০, লেবু হালি প্রতি ৫০, পেঁপে ৫০, বেগুন ৮০-১০০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংসের দাম কেজি প্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে।

নয়াবাজারে বাজার করতে আসা জাহিদ হাসান বলেন, ‘রমজান আসলেই কাঁচাবাজারে দাম বাড়িয়ে দেয় বিক্রেতারা।’ বলেন, ‘দুঃখজনক কথা হলো অতিরিক্ত দামে সবজি বিক্রি হলেও এই বাজার দেখার কেউ নেই।’ 

ব্যবসায়ীরা জানান, রোজায় চাহিদা বেশি থাকে। এছড়াও লকডাউনে সরবরাহ সেই তুলনায় কম। তাই বাজারে দাম বেড়েছে।

ছবি: ইত্তেফাক

কাঁচাবাজার করতে আসা ফাতেমা জোহরা বলেন, ‘লকডাউনের অজুহাতে দিয়ে সবজির দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা।’

এছাড়াও কঠোর লকডাউনে কাঁচাবাজার উন্মুক্ত স্থানে সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা না করে আগের স্থানেই চলছে কাঁচাবাজার।

ইত্তেফাক/এমইউএ