মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘হেফাজতের বর্তমান নেতাদের ৩০ ভাগ জামায়াত’

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০:৫২

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক সাতদিনের পুলিশি রিমান্ডে রয়েছে। রিমান্ডে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মামুনুল।

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে মামুনুল হক বলেন, ‘উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদরাসার শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করেছিল হেফাজতে ইসলাম। হেফাজতের বর্তমান নেতাদের মধ্যে ৩০ ভাগ জামায়াত সংশ্লিষ্ট। আর ৩০ ভাগ আফগান মুজাহিদ এবং ৪০ ভাগ সত্যিকারের ধর্মীয় রাজনীতি করেন।

 

১৮ এপ্রিল  মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। এর পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করে। 

 

ইত্তেফাক/ইউবি