শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরমানিটোলায় অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৫

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১১:২৪

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। 

রবিবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার নাম সাফায়েত (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন। তিনি জানান, সাফায়েতের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিলো। তবে তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগস্ত হয়েছিলো।

তিনি আরও জানান, আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ১৯ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তিনজন আইসিইউতে আছেন।

এর আগে শুক্রবার অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। তারা হলেন-ইডেন মহিলা কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার (২২), ওই ভবনের নিরাপত্তাকর্মী ওয়ালীউল্ল্যাহ ও রাসেল এবং কবির হোসেন। 

আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আব্দুল গনি

গত শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনের নিচতলার কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইত্তেফাক/কেএইচ/এএএম