শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গণপরিবহন চালু, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ০৬ মে ২০২১, ১৮:৩০

করোনা ভাইরাস মহামারির ঊর্ধ্বগতি ঠেকাতে বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন। প্রায় তিন সপ্তাহ পর আজ বৃহস্পতিবার (৬ মে) সারাদেশে চালু হয়েছে গণপরিবহন। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে গণপরিবহন চালুর প্রথম দিনে আজ ঢাকায় ফিরেছে চিরচেনা যানজট। অন্যান্য পরিবহনের মতো চলছে বিভিন্ন রুটের বাস। তবে স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা। কিছু কিছু বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেলেও অধিকাংশ বাসে গাদাগাদি করে যাত্রীদের চলাচল করতে দেখা গেছে। অনেকের মুখে মাস্ক পরতে দেখা যায়নি। 

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি। 

সামাজিক দূরত্ব না মেনে যাত্রীদের বাসে উঠতে দেখা যায়।

গণপরিবহন চালুর প্রথম দিতে আজ ঢাকায় ফিরেছে চিরচেনা যানজট।

কিছু কিছু বাসে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেলেও অনেককেই ঠিকমতো মাস্ক পড়তে দেখা যায়নি ।

দেশের সব জেলায় গণপরিবহন চালু হয়েছে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

নিজ গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের ভিড় দেখা গেছে বাস স্টেশনে।

ইত্তেফাক/এএএম