শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৮ মে ২০২১, ১৩:১২

সরকার ঘোষিত ঈদের তিন দিনের ছুটি বাড়াতে রাজধানীর মিরপুর এলাকার সড়কে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। শনিবার (৮ মে) সকালে মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। 

ভাষানটেক কাফরুল এলাকা থেকে এসে তারা মিরপুর ১০ নম্বর জড়ে হয়ে বিক্ষোভ করছেন। 

বিক্ষোভকারীরা জানান, ঈদের ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। সে কারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি ছুটির মধ্যে বাড়ি যেতে গণপরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা।

ছবি: ইত্তেফাক

বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মেজবাহ উদ্দিন বলেন, ‘কাফরুল এলাকার ৩-৪ টি গার্মেন্টসের শ্রমিকরা দুপুর ১২ টা থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা দাবি করছে ঈদে ৭ দিনের ছুটি দিতে হবে। এছাড়া গণপরিবহন চলাচলের অনুমতি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচির কারণে মিরপুর ১০ নম্বর মোড় এলাকার সব রাস্তার যানবাহন আটকে রয়েছে। আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’

ইত্তেফাক/কেইএইচ/এএএম