মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অমির অফিস থেকে ৩ গাড়ি ও ১৭টি হার্ডডিস্ক জব্দ

আপডেট : ১৯ জুন ২০২১, ০৩:১০

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে দায়েরকৃত মানব পাচারসংক্রান্ত মামলার তদন্তের স্বার্থে অমির অফিসে অভিযান চালিয়েছে সিআইডি। শুক্রবার তারা অভিযান চালিয়ে অমির অফিস থেকে তিনটি গাড়ি ও ১৭টি হার্ডডিস্ক জব্দ করেছে।

আব্দুল কাদির নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণখান থানায় তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মানব পাচারসংক্রান্ত একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় অভিযোগ করা হয়, বৈধভাবে দুবাইয়ে পাঠিয়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিলেও অমি অবৈধভাবে মানুষদের দুবাই পাঠাচ্ছিলেন। অবৈধভাবে পাঠানো ব্যক্তিরা বর্তমানে পুলিশের গ্রেফতার এড়াতে দুবাইয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে মামলার বাদী অভিযোগ করেছেন।

No description available.

সিআইডির এক কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্ত বুঝে নিয়ে মাঠে নেমেছে সিআইডি। অভিযান চালিয়ে অমির অফিস থেকে জব্দ করেছে তিনটি গাড়ি ও ১৭টি হার্ডডিস্ক। অমিকে সুবিধাজনক সময়ে রিমান্ডে আনার জন্য আবেদন করা হবে। এছাড়া এ মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে সিআইডি।


ইত্তেফাক/ইউবি