বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিবি পরিচয়ে ডাকাতি করতো ওরা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৩৬

রাস্তায় ভুয়া ডিবির চেকপোস্ট বসিয়ে ছিনতাই ও ডাকাতি করতো এই চক্র। তাদের গায়ে থাকত ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, অস্ত্র ও হ্যান্ডকাফ। মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে এমন লোকজনকে টার্গেট করে ডাকাতি করতো। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বসিলা এলাকা এ চক্রের চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে জাহিদ হাসান রেজাউল, মানিক ব্যাপারী ওরফে দারোগা মানিক, ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন ও রুবেল সিকদার রুস্তম। 

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশীদ।

তিনি জানান, গ্রেফতার চারজন ডিবির ভুয়া পরিচয় দিয়ে ডাকাতি করে বেড়াতেন। কোরবানির ঈদকে টার্গেট করে বড় বড় পাইকারদের পিছু নিতেন তারা। এরপর সুবিধাজনক নির্জনস্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের সঙ্গে থাকা সব লুট করে নিতেন তারা।

ডিবি পরিচয়ে ডাকাতি করতো ওরা

কারও কাছে ডিবির জ্যাকেট ও অন্যান্য সরঞ্জাম থাকলেই তাকে সবকিছু না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ডিবি পুলিশ সব সময় বা সব জায়গায় টেকপোস্ট বসায় না। সুতরাং পুলিশ পরিচয়ে কেউ সবকিছু নিতে চাইলে ভেরিফাই করুন, আশপাশে পোশাকে অন ডিউটিতে থাকা অন্য পুলিশ সদস্যদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হোন।

 

ইত্তেফাক/ইউবি