শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাভার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৫:২৯

করোনা পরীক্ষা করে ‘ভুল রিপোর্ট’ দেওয়ার ঘটনায় প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ডা. মাহফুজ শফিকের অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে।

ডা. মাহফুজ শফিক ইত্তেফাককে বলেন, তদন্ত কমিটি বৃহস্পতিবার আমাকে ডেকেছিল। আমি পুরো ঘটনা খুলে বলেছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। গত ৭ জুলাই বনানীর প্রাভা হেলথে গিয়ে নমুনা দেন ডা. মাহফুজের স্ত্রী ও দুই কন্যা। তাদের সবার পজিটিভ রিপোর্ট দেয় প্রাভা। পরের দিন আইইডিসিআরে পরীক্ষা করে সবার রিপোর্ট নেগেটিভ আসে। এ বিষয়ে ডা. মাহফুজের পরিবারের কাছে কোনো সদুত্তর দিতে পারেনি প্রাভা।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ওএসডি | প্রথম আলো

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ইত্তেফাককে বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। তদন্তে যদি উঠে আসে তারা ইচ্ছকৃতভাবে ভুল করেছে তাদের তাদের করোনা পরীক্ষার যে অনুমোদন দেওয়া হয়েছে সেটা বাতিল করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি