শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোংলা বন্দরে মেট্রোরেলের আরও ১০ বগি

আপডেট : ২০ জুলাই ২০২১, ১৮:৪০

মেট্রোরেলের আরও ১০টি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হরিজন-০৯। মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৪টায় বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করা হয়।  

No description available.

গত ২ জুলাই জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ৪৩টি প্যাকেজের সরঞ্জামও এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঈদের ছুটির পর  মেট্রোরেলের জন্য আনা এসব পণ্য খালাস করা হবে।

No description available.

এর আগে গত ৩১ মার্চ আরও ছয়টি বগি দেশে আসে। এভাবে ২০২২ সালের মধ্যে ২২টি জাহাজে করে ১২০টি মেট্রোরেলের বগি আসবে।

ইত্তেফাক/ইউবি