বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চিকিৎসা শেষে ফের থানায় ইভ্যালির রাসেল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৭

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়ে তিনিনের রিমান্ডে থাকা ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে রাত সোয়া ১২টার দিকে গুলশান থানায় আবারও নিয়ে আসা হয় তাকে।

বিষয়টি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার অনিন্দ।

তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে রাসেল বুকে ব্যথা অনুভব করায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাসেলকে আবারও গুলশান থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে গত বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে রাসেল তিন দিনের রিমান্ডে আছেন।

ইত্তেফাক/বিএএফ