শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিএনসিসি-বিআরটিএ'র যৌথ মোবাইল কোর্টে ১২ মামলা

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২২:০৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)'র যৌথ উদ্যোগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টে ১২টি মামলা করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ পরিচালিত মোবাইল কোর্টে  গাড়ীর ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্সটোকেন না থাকায় ৩টি মামলায় ২৫ হাজার টাকা আদায় করা হয়। অন্যদিকে বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১২টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩৮ হাজার ৫০০ টাকা। 

বাস রুট রেশনালাইজেশনের আওতায় ডিএনসিসি ও বিআরটিএ'র যৌথ উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্ট পরিচালনার সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক এবং বিআরটিএ'র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোঃ হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকে