শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাংবাদিক মাসউদুর রহমানের মামলা প্রত্যাহার চায় এলআরএফ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১:৪১

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের নামে করা ১০০ কোটি টাকার মানহানির মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরাম’ (এলআরএফ)।

সংগঠনটির সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াছিন বুধবার এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, যথার্থ তথ্য-উপাত্ত নিয়ে হাইকোর্টে জমা দেওয়া আবেদন থেকে সঠিকভাবেই রিপোর্ট করেছেন এলআরএফ সদস্য মাসউদুর রহমান। তবুও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এক প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও ছেলেকে বিবাদী করে হাইকোর্টে রিভিশন মামলা করেন মুসফেক আলমের সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল। মামলায় মাকে দেখতে না দিয়ে ৫ বছরের শিশুকে ১৭ মাস ধরে আটকে রাখার অভিযোগ আনা হয়।

হাইকোর্টে করা এই রিভিশন মামলা নিয়ে গত শুক্রবার চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাসউদুর রহমান রিপোর্ট করেন। এতে ক্ষুব্ধ হয়ে চ্যানেল ২৪, চ্যানেলটির বার্তা সম্পাদক ও প্রতিবেদক মাসউদুর রহমানসহ পাঁচজনের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন মুশফেক আলম সৈকত।

এরপর মামলাটি নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

ইত্তেফাক/এএএম