বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইসিইউ থেকে কেবিনে আলাউদ্দিন আলী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৪

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে। শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় শনিবার তাকে কেবিনে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন। তিনি বলেন, বাবাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। বাবার জন্য দোয়া করায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

আরো পড়ুন: বদির তিন ভাইসহ ১০২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

দীর্ঘদিন ধরে শ্বাষকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই গীতিকার। গত ২৪ জানুয়ারি  অবস্থা খারাপ হলে তাকে রাজধানী মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই হাসপাতালের আইসিইউতে তাকে নেওয়া হয়। শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেলে  তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়।

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জে। প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ