শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুরান ঢাকায় আর কেমিকেল গোডাউন রাখতে দেওয়া হবে না: সাঈদ খোকন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, 'রাজধানীর পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেওয়া হবে না'। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর চকবাজারের কেমিকেল গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, 'পুরান ঢাকা থেকে কেমিকেল ও দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনেভাবেই আর এখানে কেমিকেল গোডাউন রাখতে দেবো না। এ জন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে'।

তিনি আরও বলেন, 'এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে'।

আরও পড়ুন:  শিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার রাত সাড়ে ১০টার পর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইত্তেফাক/জেডএইচডি