বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মৃত্যুকুপ থেকে বেঁচে যাওয়া চালকের মর্মস্পর্শী বর্ণনা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২

আগুন নিভে গেছে। তবে তার আগেই প্রাণ গেছে কমপক্ষে ৬৭ জনের। সেই বেদনা এখনো বয়ে বেড়াচ্ছে দেশের মানুষ। স্বাভাবিক হতে পারেনি চকবাজারের চুড়িহাট্টা। সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে এখনও।

সেই ভয়াবহ আগুনের ঘটনায় বেঁচে যান প্রাইভেটকারের চালক মো. ইউসুফ। রবিবার চুড়িহাট্টায় আসেন তিনি। আগুনে তার গাড়িটি পুড়ে গেছে।

গাড়িচালক ভয়ঙ্কর সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘ওই দিন রাতে আমি স্যারকে নিয়ে শান্তিনগর থেকে বাসায় যাচ্ছিলাম। এখানে আসার পর জ্যামে আটকে পড়ে যাই। ঘটনার আগ পর্যন্ত দুই তিন মিনিটি বসে ছিলাম। এসময় দেখি চারপাশে অনেক রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি ও কার ছিল। জ্যামে আটকে পড়ে যেতে পারছিল না।’

আরো পড়ুন: ৫০টি পারমাণবিক বোমা একসঙ্গে মারতে হবে: পারভেজ মোশাররফ

তিনি বলেন, ‘জ্যামে আটকে থাকা অবস্থাতেই হঠাৎ দেখি আমার গাড়ির সামনের ওপর কি এসে যেন পড়ল। সাথে সাথেই দেখি গাড়িতে আগুন। এসময় গাড়ির হ্যান্ডেল টান দিতেই আমার দরজা খুলে গেল। আমি লাফ দিয়ে বাইরে পড়লে, সিট বেল্টে আটকে যাই। সিট বেল্ট খুলতে আমার দুই তিন সেকেন্ড লাগছে। আমি বের হয়ে দেখি গাড়ি আগুনে জ্বলছে। এসময় মনে হলো স্যার তো গাড়িতে আটকে আছে। তখন আমি এগিয়ে আসতে চাইলে মানুষের ভিড় আমাকে ঠেলে নিয়ে যায়।’

গাড়ির চালক আরো বলেন, ‘পরে শুনি স্যারও জানালা দিয়ে বের হয়ে ভাগ্যগুণে বেঁচে গেছেন। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই, আমাকে ১০ সেকেন্ড সময় দেওয়ার জন্য। আর একটু দেরি হলেই পুড়ে ছাই হয়ে যেতাম।’

ইত্তেফাক/জেডএইচ