শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাজারে এলো রিয়েল কফি থেকে তৈরি 'ড্যান কেক ক্যাপুচিনো'

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:২১

সুদীর্ঘ ৮৭ বছরের ঐতিহ্যবাহী ডেনমার্কের ব্র্যান্ড ড্যান কেক বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো রিয়েল কফি থেকে তৈরি 'ড্যান কেক ক্যাপুচিনো'। মঙ্গলবার (১২ মার্চ) গুলশান ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে মিডিয়ার সাথে নতুন এই মাফিনের বাজারে আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বাজারে আসা নতুন এই পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন বলেন, 'ক্যাপুচিনো মাফিনের প্রতি বাইটেই মিলবে প্রকৃত কাপাচিনো কফির স্বাদ। এছাড়াও ক্যাপুচিনো মাফিনের ভেতর থাকছে ক্রিমের পুর যা এতে বাড়তি স্বাদ যোগ করবে। তাই শুধু স্ন্যাকস হিসেবে নয়, যখন তখন রিফ্রেশমেন্টের জন্যও কাপাচিনো মাফিন সবার কাছে সমাদর পাবে। ইতিমধ্যেই  এটি দেশের বাজারে পাওয়া যাচ্ছে'।

আরও পড়ুন:  মিয়ানমার থেকে আসা সাড়ে ৪ লাখ ইয়াবা জব্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেন ফুডস লিমিটেড-এর হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন; আশিকুল ইসলাম ভূঁইয়া, ব্র্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ; নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেড-এর সিনিওর পি.আর. কনসালট্যান্ট সরকার মাসুদ হাসান এবং সিনিওর পি.আর. ম্যানেজার শেগুফতা তাসনীম সহ আরও অনেকে। 

ইত্তেফাক/জেডএইচডি