বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২৫ এপ্রিল ‘হাব’ এর নির্বাচন

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:২৭

আগামী ২৫ এপ্রিল হজ এসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হাবের বর্তমানে কমিটির মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিমকে প্যানেল প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার নয়া পল্টনের একটি হোটেলে হাবের ইসি ও ঢাকা জোনাল কমিটির সদস্যদের উপস্থিতিতে সংগঠনের সভাপতি আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমান মহাসচিব তসলিমকে প্যানেল প্রধান ঘোষণা করা হয়। বর্তমান হাব সভাপতি আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়া নির্বাচনী মাঠে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।

আরও পড়ুনঃ কবুতর চুরির দায়ে ৬ মাসের কারাদণ্ড

এ সময় উপস্থিত ছিলেন, হাবের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ও হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, সহ-সভাপতি আব্দুস সালাম আরেফ, খাজা মঈন উদ্দিন জালালাবাদী, যুগ্ম-মহাসচিব রুহুল আমিন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, এস এম ইব্রাহিম, ওয়াহিদুল আলম, অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান, চট্টগ্রামের হাব নেতা শাহ আলম, জিয়া উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ ও ক্বারী গোলাম মোস্তফা।

ইত্তেফাক/নূহু