শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কলকাতার পর এবার আসামে যাত্রীবাহী জাহাজ: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৪২

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের কলকাতার পর আসামসহ পার্শ্ববর্তী দেশগুলোর অন্যান্য অঞ্চলেও যাত্রীবাহী জাহাজ চালু করতে চায় সরকার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নৌ প্রতিমন্ত্রী বলেন, কিছুদিন আগে একটা প্রাইভেট কোম্পানি ঘুরে গেছে। আমরা শুধু আঞ্চলিক নয়, এই অঞ্চলের বাইরে যাওয়ারও আগ্রহ আছে। আমাদের সক্ষমতা যত বেশি বাড়বে, বিস্তৃতি তত বেশি বাড়বে।

২৯ মার্চ বাংলাদেশ থেকে কলকাতায় জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ৭০ বছর পর আমরা এ ধরনের একটা সার্ভিস চালু করতে যাচ্ছি। এটা আমরা চালু করি, তারপর কোন পর্যায়ে নিতে পারব, চিন্তা-ভাবনা করব।

ইত্তেফাক/জেডএইচ