শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) দিবস উদযাপন

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০০:৩৯

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের (আইসিসিআর) প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।‍ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী ও বিশেষ আমন্ত্রিতসহ প্রায় ৫০০ অতিথি অনুষ্ঠানে অংশ নেন। কয়েকজন প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থী তাদের ভারতে অধ্যয়নের অভিজ্ঞতা বর্ণনা করেন। 

আরও পড়ুন: তিন উদ্যোক্তাকে সম্মাননা দিল বণিক বার্তা-বিআইডিএস

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাক্তন আইসিসিআর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন সুজিত মোস্তফা, শাহাদাত হোসেন নিপু, ওয়ার্দা রিহাব, মনিরা পারভীন, এগনেস র‌্যাচেল প্যারিস, মুনমুন আহমেদ, আনিসুল ইসলাম হিরু, তামান্না রেহমান প্রমুখ।

ইত্তেফাক/নূহু