বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নদী ভাঙন থেকে কমলনগর-রামগতি রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২০:৫৫

নদী ভাঙনের হাত থেকে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপজেলাকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ। 

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।

‘কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে বক্তারা কমলনগর রামগতির নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার এবং দ্রুত ভাঙন রোধ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন: জ্বালাও-পোড়াও আন্দোলনের সঙ্গে আমি একমত নই: মির্জা ফখরুল

বক্তারা বলেন, গত কয়েক দশক ধরে অবিরত নদী ভাঙনে ভোলার প্রায় এক-তৃতীয়াংশ নদীর গর্ভে চলে গেছে। কমলনর-রামগতির মানুষের কান্না আর হাহাকারের চিত্র দিন দিন বেড়েই চলছে। ভূমিহীন হচ্ছে লাখ লাখ পরিবার। কিন্তু নদী ভাঙন রোধে কার্যকর কোন ব্যবস্থা কোন সরকার নেয়নি।

ইত্তেফাক/এমআই