শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মৎস্য ভবন মোড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:২০

রাজধানীর মৎস্য ভবনের সামনে বাসের ধাক্কায় সুমন (২৬) নামে এক রিকশা চালক ও অজ্ঞাত বৃদ্ধ (৬০) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে সুমনের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ সময় নিহতের বোন ও স্ত্রীসহ অনেকে সুমনকে চাপা দিয়ে মারার জন্য ওই বাস চালকের ফাঁসির দাবি করেন।

মর্গে রিকশা চালক সুমনের বোন জেসমিন বলেন, আজ সকাল ৬টায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সুমন। পরে বাস চাপায় সে মারা যায়। 

জানা গেছে, সকাল সোয়া ৭ টায় শাহবাগের দিক থেকে স্বাধীন পরিবহনের একটি বাস প্রেসক্লাবের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মৎস্যভবন মোড়ে পৌঁছলে ট্রাফিক সিগনাল না মেনে দ্রুত গতিতে ওভারটেক করে। বাসটি সামনের একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি সামনে থাকা আরও একটি প্রাইভেটকার ও রিকশার ওপর গিয়ে পড়ে। এতে দুইজন নিহত হয়।

আরো পড়ুন: যুবলীগ নেতা শাহীন হত্যা: ৭ জনের যাবজ্জীবন

নিহতের সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া। এ ঘটনায় দুইজন আহত হন। আহত শরিফ (২০) প্রাথমিক চিকিৎসার পর চলে যান। এবং নুর আলম (৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন। 

ইত্তেফাক/এমআই