শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত ড্রেন নির্মাণের উদ্যোগ

আপডেট : ১৮ মে ২০১৯, ১৮:০২

কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয় ১১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণ করা হচ্ছে। শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে এই ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ড্রেন নির্মাণের অগ্রগতি দেখতে মেয়র শনিবার কালশী এলাকা পরিদর্শন করেন। ইতিমধ্যে ড্রেন নির্মাণের প্রায় শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়ছে। তবে এক সপ্তাহের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে। এই পাইপ ড্রেন নির্মাণ শেষ হলে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে মেয়র আশা প্রকাশ করেন।

আরও পড়ুন:  কাপ্তাই হ্রদকে অবহেলার কোনো সুযোগ নেই: মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী

জনদুর্ভোগ লাঘবে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি