শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দৃষ্টি প্রতিবন্ধীদের ৬ দফা দাবি

আপডেট : ২০ মে ২০১৯, ১৭:১৩

‘দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মে যোগদানের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণ’ শীর্ষক এক আলোচনা সভা সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আয়োজনে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।  

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের মনোনীত সদস্যদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করানোর আশ্বাস প্রদান করে তাদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এ সময় তিনি প্রতিবন্ধীদের সকল সমস্যা সমাধানে সমাজ কল্যাণমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে একযোগে কাজ করার কথা উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের রিসোর্স শিক্ষক নিয়োগ ও বিসিএস পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। 

আরও পড়ুন: এলোপাথারী ছুরিকাঘাতে স্ত্রী খুন
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব, মো. জাহাঙ্গীর আলম, মো. আরিফ হোসেন, শাহরিয়ার শাহ পিংকি প্রমুখ। 

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের পক্ষে সংগঠনের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ ৬টি দাবি উপস্থাপন করেন। 

ইত্তেফাক/অনি