বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিএনসিসির নাগরিক সেবায় আগ্রহ তুরস্কের

আপডেট : ২১ মে ২০১৯, ১৫:৪৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ ও অগ্নি-নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

বাংলাদেশ নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক আজ মঙ্গলবার ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে মেয়র বাংলাদেশ ও তুরষ্কের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, নগর উন্নয়নে দুই বন্ধুপ্রতিম দেশ একসঙ্গে কাজ করতে পারে।

আরো পড়ুন: গণমাধ্যম-সুশীল সমাজ গণতন্ত্র বিকাশে কার্যকর ভূমিকা রাখছে: স্পিকার

তিনি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তুরষ্কের জাতির পিতাকে নিয়ে ‘কামাল পাশা’ নামে একটি কবিতা লিখেছেন। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামে ‘কামাল আতাতুর্ক’ নামে এভিনিউ রয়েছে।’

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই