বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পচা-বাসি খাবার: তিনটি রেস্টুরেন্টকে জরিমানা ও বন্ধ ঘোষণা

আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:৩৭

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাওয়া যায়- নোংরা অস্বাস্থ্যকর রান্নাঘর। বিক্রির জন্য রাখা হয়েছে পচা-বাসি ইফতার। ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে রান্না করা খাবার, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব অপরাধে রাজধানীর তিনটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজের‌ একই চেম্বারে খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে ক‍্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট, বিয়ে বাড়ি রেস্তোরাঁকে এক লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে রেস্টুরেন্ট ৩টি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারিকে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়। 

আরও পড়ুন: রাজীবের ক্ষতিপূরণ রিটের রায়ের তারিখ পিছিয়ে ২০ জুন

অভিযানে এপিবিএন-১ এর সদস‍্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ইত্তেফাক/কেকে