বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে বাসি ইফতার পরিবেশনের দায়ে রেস্টুরেন্টকে জরিমানা

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:০২

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার বিকালে এ অভিযান চালানো হয়।

এছাড়া একই স্থানের পূর্ণিমা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মাংসের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন না করার অপরাধে সাইফুলের মাংসের দোকানকে ১০ হাজার টাকা, রাজীবের মাংসের দোকানকে ১০ হাজার টাকা, নূর হোসেনের মাংসের দোকানকে ১০ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিয়ে মানুষ মারার ব্যবসা করছে: ইনু

উক্ত তদারকি কাজে মিরপুর মডেল থানা পুলিশ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/বিএএফ