শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পিংক সিটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপডেট : ২৬ মে ২০১৯, ১৮:০৪

আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি পণ্য বিক্রি ও প্রতিশ্রুতি অনুযায়ী ভোক্তাকে যথাযথ সেবা প্রদান না করার অপরাধে জরিমানা করা হয় কয়েকটি প্রতিষ্ঠানকে।

আজ রবিবার গুলশান পিঙ্ক সিটিতে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আতিয়া সুলতানা ও আফরোজা রহমানের নেতৃত্বে বাজার তদারকি পরিচালনা করা হয়। 

এ সময় সেলিব্রেশনকে ৫০হাজার,  জেমস গ্যালারি ৫০ হাজার, পরী সারিকে ১০ হাজার,  ভিবা বাড়িকে ১০ হাজার, সাবরিনাকে ১০ হাজার,  স্রোতধারাকে ১০ হাজার, মানা বিকে ১০ হাজার, নিডেন ওয়ার্ককে ১০ হাজার, কুন্দনকে ১০ হাজার, রেইনবো পারফিউম এন্ড কসমেটিক্সকে ১০ হাজার,  ডানহিল অপটিক্সকে ১০ হাজার, কিডস ওয়েকে ১০ হাজার, হীরা ফেব্রিক্সকে ৫ হাজার, গোল্ডেন ওয়াল্ডকে ১০ হাজার, অঞ্জলি জুয়েলার্সকে ১০ হাজার, সাবিহা ফ্যাশন ১০ হাজার, ভিভো ১০ হাজার, সিমরান ডিজাইনারকে ৫ হাজার, গয়না ঘরকে ৫ হাজার, স্টাইল ওয়ার্ল্ডকে ২০ হাজার, আব্রুজকে ৫ হাজার, পরিণীতা গোল্ডকে ১০ হাজার, কিওর জুয়েলার্স ১০ হাজার, বায়েজিদ এন্টারপ্রাইজকে ১০ হাজার, শোভা ফেব্রিক্সকে ১০ হাজার, ডালিমসকে ১০ হাজার টাকাসহ ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: ঈদযাত্রায় স্বস্তি দিতে বিআরটিসির ১১৪২ বাস: ওবায়দুল কাদের

তদারকিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ সার্বিক সহায়তা প্রদান করেন।

ইত্তেফাক/এমআই