শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:৫১

রাজধানীর সবুজবাগে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি, পরম পূজনীয় সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো উপস্থিত ছিলেন।

মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সংঘের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বলেন, 'মহাত্মা গান্ধী বর্ণিত নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষা, এই দু’টি বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরিবেশ বিষয়ে গান্ধীজির উক্তি আজকের দিনে তাঁর জীবিতকালের চেয়েও বেশি প্রাসঙ্গিক। অতএব, আমাদের উচিত এই পৃথিবীকে আরও সবুজ ও বাঁচার উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ করা।'

ইত্তেফাক/জেডএইচডি