শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, ৩৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৭ জুন ২০১৯, ১৩:০৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৪ লাখ ৫ হাজর ৭৯০ টাকা জরিমানা ও ৭ হাজার ২৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ৪৮টি গাড়ি ডাম্পিং ও ৭৪৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১১৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৭৪৯টি, বিভিন্ন স্টিকার ব্যবহারের জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৫৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৮টি মোটরসাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭টি মামলা করা হয়।

আরো পড়ুন: আদালতে ওসি মোয়াজ্জেম

রবিবার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। 

ইত্তেফাক/এমআই