বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যাডমিন্টন প্রশিক্ষণের সনদ বিতরণ করলেন তথ্য সচিব

আপডেট : ২৪ জুন ২০১৯, ২০:০৫

আন্তঃজেলা ব্যাডমিন্টন আম্পায়ারিং ও কোচেস ট্রেনিংয়ে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেছেন তথ্য সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সভাপতি আবদুল মালেক। সোমবার বিকেলে ঢাকায় ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পাঁচ দিনের এ আবাসিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের তথ্য সচিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিতদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ব্যাডমিন্টন খেলা ও আম্পায়ারিংয়ে জাতীয় পর্যায়ের প্রশিক্ষক যথাক্রমে মনোয়ার-উল-আলম বাবুল ও নুরুজ্জামান লিটনের তত্ত্বাবধানে ২১ জেলার ২১ জন প্রশিক্ষাণার্থী এ প্রশিক্ষণে অংশ নেন।

আরও পড়ুন: 'বর্ণপরিচয়’র লড়াইয়ে আবির-যীশু, সঙ্গে প্রিয়াঙ্কা

উল্লেখ্য, তথ্য সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন সভাপতি আবদুল মালেক সম্প্রতি ব্যাডমিন্টন এশিয়া’র প্রচার ও পুরস্কার পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

ইত্তেফাক/বিএএফ