শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে যাচ্ছেন সেনাপ্রধান

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:৩৮

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (মিনুস্কা) এলাকা পরিদর্শনে যাচ্ছেন। আগামীকাল (২৬ জুন) তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন এবং সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেবেন। এছাড়াও তিনি মিনুস্কার এসআরএসজি ও ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: একটি অ্যাম্বুলেন্সের অপমৃত্যু 

সফর শেষে তিনি আগামী ২৯ জুন দেশে ফিরবেন। 

ইত্তেফাক/অনি