শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পিআইবিতে ডেটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট : ২৯ জুন ২০১৯, ২০:০৭

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) 'ডেটা সাংবাদিকতা' বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে ঢাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ বিষয়ে প্রতিষ্ঠানটির এটি প্রথম কর্মশালা। গত বুধবার শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় শুক্রবার। 

শুক্রবার পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কর্মশালার মূখ্য প্রশিক্ষক ছিলেন ডেটাফুলের প্রতিষ্ঠাতা পলাশ দত্ত।

অনুষ্ঠানে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, তথ্য প্রযুক্তির যুগে নতুন সাংবাদিকতার যে নতুন পরিসর তৈরি হয়েছে, সেখানে ডেটা সাংবাদিকতার অনেক গুরুত্ব রয়েছে। প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কর্মশালার আয়োজন করায় পিআইবিকে ধন্যবাদ জানাই। যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা সাংবাদিকতার নতুন এ ধরন নিয়ে সামনে গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে আশা করছি।

আরও পড়ুন: অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে: তথ্যমন্ত্রী

সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, পিআইবি ডেটা সাংবাদিকতা নিয়ে প্রথমবারের মতো এ আয়োজন করেছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের সাংবাদিকতার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। প্রতিষ্ঠানটি গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতার নানা বিষয় নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। ভবিষ্যতে ডেটা সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকতার আরও নিত্য নতুন ও সময়োপযোগী ধারা নিয়ে প্রশিক্ষণ আয়োজন ও সাংবাদিকদের মান উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রশিক্ষণে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালাটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।

ইত্তেফাক/কেকে