শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেমরায় পোলট্রি ফিড তৈরির তিন কারখানা সিলগালা

আপডেট : ২৯ জুন ২০১৯, ২০:২৯

রাজধানীর ডেমরা এলাকায় ট্যানারির বর্জ্য দিয়ে পোল্ট্রি ও ফিশ ফিড তৈরি করার দায়ে ৩২ লাখ টাকা জরিমানাসহ ৩টি কারখানা সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায় বলে জানিয়েছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। 

তিনি বলেন, ‘ট্যানারির বর্জ্য দিয়ে পোল্ট্রি ও ফিশ ফিড তৈরি করার দায়ে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ডেমরায় ৩টি কারখানা সিলগালা করা হয়েছে। এসব কারখানা থেকে ছয় হাজার টন বিষাক্ত পোল্ট্রি ফিড ও ফিশ ফিড জব্দ করা হয়।’

আরো পড়ুন: ইরানকে ভয় দেখাতে মার্কিন যুদ্ধবিমান কাতারে

ইত্তেফাক/এমআই