শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের প্রবৃদ্ধিতে বিদেশি বিনিয়োগকারীদের আরও এগিয়ে আসতে হবে: আতিকুল

আপডেট : ২৯ জুন ২০১৯, ২২:৩৮

ঢাকা উত্তরের মেয়র মোঃ আতিকুল ইসলাম এ কথা বলেছেন, ‘আমাদের দেশে এখন অনেক বিনিয়োগ হচ্ছে। কারণ, দেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থান বিরাজ করছে। দেশের প্রবৃদ্ধিতে বিদেশি বিনিয়োগকারীদের আরও এগিয়ে আসতে হবে।’

গতকাল শুক্রবার ঘোষবাগ, জিরাবো, আশুলিয়া, সাভারে চায়নার বিখ্যাত ব্র্যান্ড ‘কিজো ব্যাটারি’র নতুন ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-১ (ঢাকা)র পুলিশ সুপার সানা সামিনুর শামীম,  কিজো গ্রুপের চেয়ারম্যান উঁ কু-ও ছুন এবং কিজো গ্রুপের ভাইস চেয়ারম্যান উঁ কু-ও শাং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উঁ কু-ও ছুন সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান এখন থেকে আরও বড় পরিসরে বাজারে উন্নতমানের ব্যাটারি উ]পাদন করতে সম্ভব হবে এবং এর ফলে আমরা আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব।’

আরও পড়ুন: মধুখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছেন। সে লক্ষ্যে সরকার নানা ধরণের সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে বিদেশি বিনিযোগ বাড়ানোর জন্য।’

ইত্তেফাক/নূহু