বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৯:৩৫

স্বামীর দেওয়া মিথ্যা অপবাদ ও নির্যাতন সহ্য করতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সার্বারি (২২) নামের এক গৃহবধূ। তাকে আশংকাজনক অবস্থায় ঢামেকে হাসপাতালে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর থানার জেনাভা ক্যাম্পে একটি বাসায় এ ঘটনা ঘটে।  

দগ্ধ নারীর ভাই সাব্বির হোসেন জানান, জেনেভা ক্যাম্প ৫ নম্বর সেক্টরে তার বোন স্বামী করিমকে নিয়ে থাকেন।সার্বারি বাসা বাড়িতে কাজ করেন, তার স্বামী হোটেল কর্মচারী। 

তিনি জানান, ভগ্নিপতি করিম তার বিরুদ্ধে পর পুরুষের সঙ্গে মেলামেশার মিথ্যা অপবাদ দিয়ে ৩ দিন যাবৎ মারধর করতেন। আজও এ নিয়ে তাকে বকাঝকা করে বাসা থেকে বের করে দিতে চেয়েছিলেন। পরে করিম বিকাল ৩ টার দিকে কাজে চলে যান। এরপর সার্বারি ঘরে ভেতর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নিয়ে আসেন। 

আরও পড়ুন: সব পর্যায়ে গ্যাসের দাম বেড়েছে, কাল থেকে কার্যকর

বার্ণ ইউনিটের মেডিকেল অফিসার ডা. ফারক হোসেন (দিদার) বলেন, মেয়েটির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থা আশংকাজনক। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু। তিনি বলেন, মেয়েটি বার্ন ইউনিটে ভর্তি আছেন। 

ইত্তেফাক/কেকে