শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৫:১৪

গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৯ পেলেন নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে তার যুগান্তকারী অবদানের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। 

তার প্রবর্তিত ক্ষুদ্রঋণের মাধ্যমে বিশ্বের লাখ লাখ দরিদ্র নারী নিজেদের উদ্যোক্তায় পরিণত করে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা অর্জন করেছেন। গ্লোবাল সামিট অব উইমেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক গ্লোবাল উইমেন রিসার্চ এন্ড এডুকেশন ইনস্টিটিউটের একটি প্রকল্প যা বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে থাকে। 

পৃথিবীর বিভিন্ন দেশে তৃণমূল থেকে কর্পোরেট নেতৃত্ব পর্যন্ত সকল পর্যায়ে গবেষণা ও শ্রেষ্ঠ কার্যক্রমগুলোর তথ্য বিনিময়ের মাধ্যমে নারীদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন: ২০ মণ ওজনের গরু ‘পালসার বাবু’

শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ ড. ইউনূসের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল ঢাকায় ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ইত্তেফাক/অনি