শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০০:৫৩

রাজধানী যাত্রাবাড়ী মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্টে প্যাকেজিং কারখানায় রবিউল ইসলাম (২৩) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায়  মাতুয়াইল চৌরাস্তায় এলাকায় ঘটনাটি ঘটে। 

সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৮টায় মৃত ঘোষণা করেন। 

মৃতের ভাই রুবেল ও সহকর্মীরা বলেন, মাতুয়াইল চৌরাস্তার পাশে একতা প্যাকেজিং নামে একটি কারখানায় কাজ করে। পরে সন্ধ্যায় রবিউল পানি খাওয়ার জন্য পানির ফিলটারের কাছে গিয়ে সেখানে হাত দিলে বিদুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। মৃতের ভাই রুবেল আরো বলেন, বৃষ্টির কারণে সেখানে আরথিং হয়েছিল। 

আরো পড়ুন: শপথ নিলেন ইমরান ও ইন্দিরা

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মো. বাচ্চু মিয়া। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

রংপুর গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল। বর্তমানে মাতুয়াইল চৌরাস্তার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ২য়। 

ইত্তেফাক/এমআই