শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বনানীতে বহুতল ভবনে আগুন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৩:১০

রাজধানী বনানীর একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লাগে। রবিবার দুপুর ১২টার দিকে বনানীর শরিফ প্লাজায় এ ঘটনা ঘটে। পরে ভবনের লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম ইত্তেফাককে জানান, ‘দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে বনানীর শরিফ প্লাজায় আগুন লাগে। আগুন লাগার ঘটনা জানতে পেরে আমরা ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। তার আগেই ভবনের লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে জানতে পারে আগুন নিভে গেছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান তিনি। 

চলতি বছরের ২৮ মার্চ দুপুর ১টার দিকে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। এতে আহত হন আরও অন্তত ৭০ জন। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৮ জনের প্রাণহানি হয়। আহত হন শত শত লোক।

ইত্তেফাক/এমআর