শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জেলি মেশানো এক মণ চিংড়িসহ কারেন্ট জাল জব্দ

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৭:০৮

ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এক মণ জেলি মেশানো বাগদা চিংড়ি ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জেলি মেশানো ওই চিংড়ি বিক্রির অভিযোগে দুইজনকে জরিমানা করা হয়েছে। রোববার  সকালে এ অভিযান পরিচালনা করা হয়। 

রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক। তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সেলিম রেজা,  সহকারী মৎস্য অফিসার মো. আবু ইউসুফ ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. মজিরুল হক।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সেলিম রেজা বলেন, গোপন খবর পেয়ে উপজেলার বৌ বাজারে অভিযান চালিয়ে জেলি মেশানো চিংড়িসহ দুইজনকে আটক করা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মাছ বিক্রেতা স্বপন বর্মণকে পাঁচশ টাকা এবং রিমন হোসেনকে তিনশ টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন: নাগরপুরে বন্যায় ৯২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

পরে জিনজিরা বাজারে অভিযানে চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতারা পালিয়ে যায়। জাল গুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ফেলা হয়।  

ইত্তেফাক/অনি