শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

১৫ ঘণ্টা পরও হদিস মেলেনি তুরাগে পড়া ট্যাক্সিক্যাব ও চালকের

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১১:১৫

সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে যাওয়ার ১৫ ঘণ্টা পরও প্রাইভেটকারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সেই সঙ্গে এর চালকেরও খোঁজ পাওয়া যায়নি। গাড়িতে কোনো যাত্রী ছিলেন কি-না, তাও জানা যায়নি।

ট্যাক্সিক্যাবটি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বলে জানা গেছে। চালকের নাম জিয়াউর রহমান। তিনি সাভার থেকে ঢাকা যাচ্ছিলেন।

সাভার থানার ওসি এএসএম সায়েদ জানান, প্রাইভেটকারটি উদ্ধারে রাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করে যাচ্ছে।  কিন্তু প্রাইভেটকারটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। 

রবিবার রাত ৮টার দিকে ট্যাক্সিক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে যায়। ঘটনার পর তীব্র স্রোতের কারণে রাত ১টায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।

ইত্তেফাক/জেডএইচ