মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৪৮ ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের অনুমোদন বাতিল

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৩:৩০

নবায়ন না করায় ৪৮টি ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপিএস)-এর অনুমোদন বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

বিটিআরসি সোমবার এই লাইসেন্স বাতিলের এ ঘোষণা দেয় এবং সেইসঙ্গে লাইসেন্স সংক্রান্ত নির্দেশনা অনুসরণেরও নির্দেশ দেয়। ৫ বছরের লাইসেন্সসমূহের নবায়নের মেয়াদ অতিক্রমের ১৮০ দিন আগে আইএসপিএস-কে নবায়নের আবেদন করতে হয়। তবে আইএসপিএস লাইসেন্স নবায়ন না করায় বিটিআরসি সেগুলোর লাইসেন্স বাতিল করে।

বিটিআরসি আরো ঘোষণা দেয়, অনুমোদনবিহীন আইএসপিএস-এর যে কোনো কার্যক্রম পুরোপুরি অবৈধ ও পুনরায় কোনো কার্যক্রমে নিয়োজিত হলে তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০০১ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবি, তৃতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন

এছাড়া টেলিকম রেগুলেটরি কমিশন ঘোষণা দেয়ার এক মাসের মধ্যে এসব আইএসপিএস অপরিশোধিত দেনা পরিশোধ না করলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০০১ ও পাবলিক ডিমান্ড রিকোভারী অ্যাক্ট ১৯১৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাসস।

ইত্তেফাক/এমআই