চকবাজারের বাসার ছাদ থেকে নারীর লাশ উদ্ধার

গুগল ম্যাপ
ইত্তেফাক রিপোর্ট১৫:২৩, ১৩ আগস্ট, ২০১৯ | পাঠের সময় : মিনিট
রাজধানীর চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগের একটি চারতলার বাসার ছাদ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১০৭/৩, পশ্চিম ইসলামবাগের দেলোয়ারের বাড়ির ছাদ থেকে ওই নারীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এএম