বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বকেয়া পরিশোধ না হলে চামড়া বিক্রি করবে না আড়তদাররা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৮:১৩

আড়তদারদের পাওনা টাকা পরিশোধ না করলে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবে না পুরান ঢাকার পোস্তার কাঁচা চামড়ার আড়তদাররা। শনিবার সকালে আড়তদারদের সভা শেষে রাজধানীর লালবাগের পোস্তায় কাঁচা চামড়া আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) সভাপতি দেলোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, 'ট্যানারি মালিকদের কাছে আড়তদারদের প্রায় ৪০০ কোটি টাকা পাওনা আছে। এ টাকা পরিশোধ না করা পর্যন্ত ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করব না। সভায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যানারি মালিক, আড়তদার ও কাঁচা চামড়া সংশ্লিষ্টদের বৈঠক আছে। সেখানে আলোচনার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।'

তিনি আরও বলেন, 'ট্যানারিগুলো বকেয়া টাকা না দেওয়ায় অর্থের অভাবে আমরা চামড়া কিনতে পারিনি। অন্যান্য বছর ঈদের আগেরদিন আড়তদারদের সঙ্গে আলোচনা করলেও এবার তারা কোনো কথা বলেনি। তারা যদি আমাদের আশ্বস্ত করত ন্যায্য দামে চামড়া কিনতে তাহলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু এটি না করে উল্টো মিডিয়ার কাছে নানা কথা বলেছেন। এ কারণে আরও দর কমেছে। তারাই এ পরিস্থিতি সৃষ্টি করেছেন।'

আরও পড়ুন:  রবীন্দ্রনাথ আজও একই রকম প্রাসঙ্গিক: ড. আতিউর রহমান

এদিকে পূর্ব ঘোষণা অনু্যায়ী শনিবার সকাল থেকে লবণযুক্ত কাঁচা চামড়া কেনা শুরু করেন ট্যানারি মালিকরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ জানান, সরকার নির্ধারিত মূল্যে আগামী দুই মাস চামড়া সংগ্রহ করা হবে। ভালোভাবে ও সঠিক সময়ে লবণ দিয়ে সংরক্ষিত চামড়া ভালো দামে কেনা হবে।

ইত্তেফাক/জেডএইচডি