মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নকশা জালিয়াতির ঘটনায় এফআর টাওয়ারের ফারুকও গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৮:১৫

ঢাকার বনানীর এফআর টাওয়ারে নকশা জালিয়াতির মামলায় এবার অন্যতম মালিক এসএমএইচআই ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুর ১টায় রাজধানীর গুলশান-২ এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান।

এর আগে এ মামলার আরেক আসামি এফ আর টাওয়ার ওনার্স সোসাইটির সভাপতি কাসেম ড্রাইসেলের এমডি তাসভীর-উল- ইসলামকে রবিবার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: শহিদুল আলমের মামলার স্থগিতাদেশ বহাল

উল্লেখ্য, গত ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগুনের ঘটানয় ২৭ জন নিহত হয়। পরে এই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসতে থাকে।

ইত্তেফাক/এমআই