শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু জ্বরে আরো একজনের মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:১৫

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ফাতেমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ নিয়ে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দুই নারীসহ ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১ জন রোগী ভর্তি হয়েছেন মিটফোর্ড হাসপাতালে। এ নিয়ে হাসপাতালে ৩৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেন। 

আরো পড়ুন: ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে, ২৪ ঘণ্টায় ভর্তি ১,৬১৫ জন

বিষয়টি নিশ্চিত করেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ডেঙ্গু নিয়ন্ত্রণ সেল।

হাসপাতালের উপপরিচালক প্রফেসর ড. নির্মল কুমার সেন জানান, তারা কোন ডেঙ্গু রোগীর অবস্থা খারাপ দেখলে সেই রোগীকে ডেঙ্গু সেলের আইসিইউতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন।

ইত্তেফাক/জেডএইচ