শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মিটফোর্ডে নতুন ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, ১ জনের মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৬:৪২

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় বুধবার আরও নতুন ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের ডেঙ্গু নিয়ন্ত্রণ সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মঙ্গলবার রাতে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে নতুন ৫৫ রোগীসহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৩৬৫ জন রোগী চিকিৎসাধীন। বুধবার ৭৬ জন ডেঙ্গু রোগীকে ভালো হয়ে যাওয়ায় রিলিজ দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে একজন ডেঙ্গু রোগী চিকিৎসারত অবস্থায় মারা গেছে। এ তথ্য নিশ্চত করেছে হাসপাতাল ডেঙ্গু নিয়ন্ত্রণ সেল। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারেনি হাসপাতালের সহকারী পরিচারক ডা. আব্দুর  রশিদ।

আরও পড়ুন: মুরাদনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

তিনি জানান, এখনও তার কাছে মৃত ডেঙ্গু রোগীর নাম ঠিকানা এসে পৌঁছায়নি।

ইত্তেফাক/নূহু