শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মেয়র সাঈদ খোকন

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১০:৫১

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। রবিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

ডিএসসিসি সূত্র জানায়, সোমবার সিঙ্গাপুরে চিকিৎসকের সঙ্গে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে মেয়রের। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা না দিলে মঙ্গলবারই মেয়রের দেশে ফেরার কথা রয়েছে। তবে চিকিৎসক টেস্ট দিলে বা থাকতে বললে দেশে ফেরা দেরি হতে পারে। 

ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, মেয়র দেশের বাইরে থাকলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম মনিটরিং করবেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পেয়েছিলেন সাঈদ খোকন। এ কারণেই তাকে মাঝেমধ্যে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়।

ইত্তেফাক/জেডএইচ